অবহেলিত পেশা মেডিকেল টেকনোলজিস্ট: উন্নয়ন সময়ের দাবি।

বাংলাদেশের স্বাস্থ্য খাতে চিকিৎসক ও নার্সদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনো অবহেলিত অবস্থায় আছেন মেডিকেল টেকনোলজিস্টরা। দেশের প্রতিটি সরকারি-বেসরকারি হাসপাতালে রোগ নির্ণয়ের জন্য ল্যাবরেটরি টেস্ট, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই থেকে শুরু করে রক্ত ও টিস্যু পরীক্ষায় তাদের অবদান অপরিসীম। তবুও পর্যাপ্ত স্বীকৃতি, সুযোগ-সুবিধা ও উন্নয়ন থেকে তারা বঞ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসার প্রায় ৭০-৮০ শতাংশ সিদ্ধান্ত নির্ভর করে পরীক্ষাগার রিপোর্টের ওপর। অথচ জনবল কাঠামোর ঘাটতি, প্রশিক্ষণের সীমাবদ্ধতা, নিরাপদ কর্মপরিবেশের অভাব এবং পদোন্নতির সুযোগ না থাকায় এই খাত পিছিয়ে আছে। স্বাস্থ্যসেবা আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে মেডিকেল টেকনোলজিস্টদের প্রতি নীতিনির্ধারকদের নজর দেওয়া জরুরি। পর্যাপ্ত নিয়োগ, প্রশিক্ষণ, নিরাপত্তা ও গবেষণার সুযোগ নিশ্চিত করা গেলে শুধু টেকনোলজিস্টরাই নয়, পুরো স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে। মেডিকেল টেকনোলজিস্টদের উন্নয়ন ছাড়া বাংলাদেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

No comments

Powered by Blogger.