সম্ভাবনাময় পেশা মেডিকেল টেকনোলজী , আজই আবেদন করুন ।
এসএসসি/সমমান (২০১৬-২০২০ইং সালে) বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ জিপিএ ২.৫০ পাওয়া সাপেক্ষে যে কোনও ছাত্র-ছাত্রী এ পেশা গ্রহণ করতে পারে (জীববিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে) । SMS এ আবেদনের শেষ তারিখ ২২/১১/২০২০ ইং রাত ১১:৫৯ মিনিট ।
ক্যারিয়ার প্ল্যানিং বা পেশা পরিকল্পনা ও নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ক্যারিয়ারে সফল হতে হলে তাই উচ্চশিক্ষায় বেছে নিতে হবে এমন একটি বিষয় যাতে শিক্ষাব্যয় কম হবে এবং পড়ালেখা শেষে বেকার বসে থাকতে হবে না। বর্তমান সময়ে তেমনি একটি সম্ভাবনাময় পেশা মেডিকেল টেকনোলজি। এসএসসি পাস করার পর তিন বছরমেয়াদী মেডিকেল টেকনোলজি বা প্রযুক্তি বিদ্যা শিক্ষাকোর্স গ্রহণ শেষে ১৮/২০ বছর বয়সেই মর্যাদাপূর্ণ সেবাধর্মী সম্ভাবনাময় পেশায় যুক্ত হতে পারেন, চিকিৎসা সেবায় পেশা অন্য যেকোনো পেশার চেয়ে অধিক সম্মানজনক। সরকারি পরিচালনাধীন ঢাকা, জশাহী, বগুড়ার, চট্টগ্রাম, রংপুর, বরিশাল, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ,কাশিয়ানী গোপালগঞ্জ, জামালপুর,জয়পুরহাট এবং সিলেটে মনোরম পরিবেশে পনেরটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রতি একজন গ্রাজুয়েট চিকিৎসকের বিপরীতে পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন হয়। সে মোতাবেক বাংলাদেশে ২ লাখ মেডিকেল টেকনোলজিস্ট বর্তমানে প্রয়োজন। ব্যাপক চাহিদার প্রেক্ষাপটে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি দ্রুত পদক্ষেপ হিসেবে বেসরকারিভাবে ৫০ টির বেশি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অনুমতি প্রদান করেছে।বেসরকারি ইনস্টিটিউটর এর মাঝে সব চেয়ে বড় ক্যাম্পাস , সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রের (সিআরপি) নিয়ন্ত্রণাধীন ‘ বাংলাদেশ হেলথ প্রফেশনইনস্টিটিউটের (বিএইচপিআই)’ তার মধ্যে একটি । যেখানে আধুনিক সব সুযোগ সুবিধা আছে । বিস্তারিত জানতে - https://www.bhpi.edu.bd/
এসএসসি/সমমান(২০১৬-২০২০ইং সালে)বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ জিপিএ ২.৫০ পাওয়া সাপেক্ষে যে কোনও ছাত্র-ছাত্রী সম্ভাবনার এ পেশা গ্রহণ করতে পারে। যারা রক্ত, বডি ফুইড, ব্যাক্টেরিয়া , ভাইরাস, বীর্য ইত্যাদি বিষয় নিয়ে পরীক্ষা করেন তারা মেডিকেল টেকনোলজিস্ট প্যাথলজি (ল্যাব মেডিসিন), যারা এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি সংশ্লিষ্ট পরীক্ষার সঙ্গে জড়িত তারা মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি, ফিজিওথেরাপীষ্টগণ একজন ফিজিওথেরাপী চিকিৎসকের আওতায় বাত, ব্যথা, প্যারালাইসিস, বিভিন্ন ধরণের চিকিৎসা দিয়ে থাকেন।
বিএইচপিআই তে বর্তমানে ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সসমূহ হলো :
১। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ল্যাব মেডিসিন)
২। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স)
৩। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ফিজিওথেরাপী)
৪। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (অকুপেশনাল থেরাপি)
৫। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (রেডিওলজি)
***বি:দ্র::- প্রকাশ থাকে যে সরকারী/বেসরকারী ইনষ্টিটিউটে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীর জন্য এই পরীক্ষা বাধ্যতামুলক।(স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)
**** ডিপ্লোমা কোর্স গুলি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশ (রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বাংলাদেশ) অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে পরিচালিত হচ্ছে ।
http://dghs.gov.bd (স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট) এই ওয়েব সাইট এ ভর্তি বিজ্ঞপ্তিটি দেওয়া আছে ।
Online এ আবেদনর বিস্তারিত জানতে বা যে কোন তথ্যের জন্য ডায়াল করুন - ০১৬১৩০৭০০০৭
No comments